যশোরের কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
মঙ্গলবার নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের খবরটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত রবিবার (৯ আগস্ট) ১৬ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে নতুন করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় ১৬১ জন আক্রান্ত হয়। বর্তমানে ৭৬ জন আইসোলেশনে রয়েছে। সুস্থ হয়েছেন ৮৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত ৭১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার পর্যন্ত ৭১৫ জনের নমুনা সংগ্রহ করার পর রিপোর্ট পাওয়া গেছে ৬৯৯ জনের। এদের মধ্যে ১৬১ জনের করোনা পজেটিভ এসেছে। ইতোমধ্যে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৮৩ জন। বাকী ৭৬ জনের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অন্যরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। অদ্যবধি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]