কেশবপুরে পাওনা টাকা চাইতে গেলে এক নারীকে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার হাবাসপোল গ্রামের আব্দুল আলিমের স্ত্রী রেশমা বেগম (৫০) তার এলাকার জনৈক ডাক্তার সাইফুজ্জামানের কাছে সাড়ে চার লাখ টাকা ও চায়ের দোকানদার তরিকুল ইসলামের কাছে সাড়ে ছয় হাজার টাকা পান। রোববার বিকেল ৫টার দিকে শহরের ভোগতীনরেন্দ্রপুরের নোনাডাঙ্গা মোড়ে তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে ওই এলাকার মৃত মোনছোফ গাজীর ছেলে মনির উদ্দিন গাজী (৫০) তাকে পিছন দিক থেকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে ফুলা জখম করে। তার সাথে কোন লেনদেন ও শত্রæতা না থাকা স্বত্তে¡ও খামখেয়ালীভাবে তাকে মারপিট করা হয়েছে।
এ বিষয়ে মনির উদ্দিন গাজী বলেন, ওই নারীর সাথে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক হাসান আলী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]