যশোরের কেশবপুরে জাতীয় মহিলা সংস্থা কতর্ৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর আওতাধীন যশোর জেলার কেশবপুর উপজেলায় ২ শত ৫০ জন নারীর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
যশোর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান লাইজু জামানের সভাপতিত্বে ও রুহোল আমিনের সঞ্চালনায় সোমবার দুপুরে প্রধান অতিথি হিসাবে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক রেবা ভৌমিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবল ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার।
উল্লেখ্য ২শত ৫০ জন সুবিধা বঞ্চিত বেকার নারীকে বিজনেজ ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টারিয়র ডিজাইন এন্ড ইভেন ম্যানেজমেন্টে বেকার ও উদ্যোগী নারীদের জীবন জীবিকার অবস্থা পরিবর্তনের জন্য হাতে কলমে প্রশিক্ষন প্রদান করে আত্মর্কমসংস্থানের সৃষ্টিতে সহায়তা করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]