যশোরের কেশবপুরে পত্রিকা বিক্রেতা মনিরুজ্জামান মনির বাড়িতে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, কেশবপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পৌর শহরের ব্রম্মকাটি গ্রামের বাড়ির গোয়াল ঘরে শুক্রবার দুপুরে কাঠের আগুন থেকে অগ্নিকান্ড ঘটে।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় গোয়াল ঘর ভষ্মিভুত হয়ে বসত ঘরেও আগুণ ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টার ফলে আগুণ নেভানো সম্ভব হলেও একটি গরু ঘটনাস্থলে মারা যায় ও অপর একটি গরু মারাত্মক আহত হয়।
তাছাড়া বসত বাড়ি পুড়ে যেয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কেশবপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, তার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন। তিনি উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন।
আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত
যশোরের কেশবপুরে বনফুল ফাউন্ডেশনের আয়োজনে ও এ্যাসোসিয়শনফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শুক্রবার সকালে গৌরীঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বনফুল ফাউন্ডেশনের সভাপতি এস এম মাহাবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সম্পাদক চন্দ্রশেখর মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মমতাজ বেগম, ইউপি সদস্য সোলায়মান ফকির ও সমাজসেবক তাপস কুমার দে।
অনুষ্ঠানের ধারণাপত্র পাঠ করেন বনফুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন গ্রামীণ নারী পারভীনা বেগম, সমাজসেবক আক্তার হোসেন, আবু সাঈদ বিশ্বাস প্রমুখ।
পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের কর্মী সমাবেশ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগকে সুসংগঠিত ও গতিশীল করতে পৌরসভার ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মী সমাবেশ শুক্রবার বিকেলে মধ্যকুল আলিম মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ৭ নম্বর হাবাসপোল-মধ্যকুল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ সানার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ নেতা সালাউদ্দিনের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাবেক সভানেত্রী রেবা ভৌমিক, পৌর কাউন্সিলর সাত্তার খান, মহিলা কাউন্সিলর মনিরা খানম এবং শ্রমিক লীগ নেতা শহিদুজ্জামান শহিদ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]