যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা চাউল, ডাউল, তেল-সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ১ শত ১ জন পরিবহন শ্রমিকদের মাঝে চাউল, ডাউল, তেল-সহ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ বিজিবুল ইসলাম। এসময় পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর সহ সাধারণ সম্পাদক এস এম মজিবুর রহমান (বাঘা) ও পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর কার্যকরী সদস্য আসিফ খান উপস্থিত ছিলেন।
এব্যাপারে পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর সহ সাধারণ সম্পাদক এস এম মজিবুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। ইতিপূর্বে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসাবে পরিবার প্রতি মোবাইলের মাধ্যমে ২ হাজার ৫ শত টাকা করে পেয়েছেন এবং যে সকল শ্রমিক পরিবার নগদ অর্থ সহায়তা পাননি আগামীতে তাদেরকেও প্রদানের প্রক্রিয়া চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]