যশোরের কেশবপুরে পুলিশের অভিযানে ইয়াবা দম্পত্তি আটক হয়েছে। কেশবপুর থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই ফজলে রাব্বীর নেতৃত্বে পুলিশের একটি টহলকারী দল শহরের বায়সার মোড়ে অভিযান চালিয়ে ইয়াবা দম্পত্তি জিয়াউর রহমান (৩৮) ও বৃষ্টি খাতুন (২৪) কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ১১০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক ইয়াবা ব্যবসায়ী জিয়উর রহমান ভোগতি-নরেদ্রপুর গ্রামের সামছুর রহমান মালের ছেলে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন বলেন, আটক জিয়াউর রহমান একজন পেশাধারী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদক আইনে আরো ৩ টি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে মাদক আইনের মামলায় ঐ ইয়াবা দম্পত্তিকে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]