যশোরের কেশবপুরে পৃথক ঘটনায় থানা পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার দোরমুটিয়া নামক স্থানে দু’দল মাদক ব্যাবসায়ির গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মনিরুজ্জামান মনি (৩৪) নামে এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে।
সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনিরুজ্জামান মনিরের লাশ ও পাশে পড়ে থাকা একটি শাটারগান, দু’রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে।
কেশবপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান. দু’দল মাদক ব্যাবসায়ির গোলাগুলিতে নিহত মনিরুজ্জামান মনি কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামের জালাল উদ্দিন গাজী ওরফে মধু গাজীর পুত্র।
সে একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ি তার বিরুদ্ধে কেশবপুর সহ আশপাশের থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
অপরদিকে কেশবপুরের চাঁদড়া গ্রামের সাধন দত্ত (৪৬) নামে এক ব্যবসায়ির পা ও গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার চাঁদড়া গ্রামের র্দুগাপদ দত্তের ছেলে সাধন দত্ত বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।
পরবর্তীতে চাঁদড়া গ্রামের দুর্গাপূজা মন্ডপের পিছনে কলাবাগানে তার লাশ পাওয়া যায়। তার পা ও গলায় রসি দিয়ে বাঁধা ছিল। সোমবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]