কেশবপুর পৌর পাইকারি কাঁচা বাজারে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কয়েকটি আড়তে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ অভিযান পরিচালনা করেছেন।
কেশবপুর উপজেলা ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার জন আড়ত মালিকের নিকট থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাইকারি পেঁয়াজের মূল্য ৮৫ টাকা নিচ্ছেন, অথচ তারা ক্রয় রশিদ দেখাতে পারেননি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়ত মালিক জনি মিয়া কাছ থেকে এক হাজার টাকা, মিজানুর রহমান কাছ থেকে এক হাজার টাকা, জিয়াউর রহমানের কাছ থেকে দুই হাজার টাকা ও ইমরানের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতারা।
সাংবাদিক আবুল বাসারের মায়ের মৃত্যু, শোক
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক আবুল বাসারের মা আইফুল বেগম (৫৫) বুধবার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও ৫ পূত্র-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাত সাড়ে আটটায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক আবুল বাসারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এস আর সাঈদ কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলোক বসু বাপী, সমাজ কল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু ক্রীড়া সম্পাদক রেজোয়ান হোসেন লিটন, গ্রন্থাগার সম্পাদক শামসুর রহমান বাবলা, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা জামান, নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, গোলাম ফারুক বাবু, আব্দুল্লাহ আল মাহফুজ ও মোহাচ্ছান আলী শাওন, সদস্য কাওছার হোসেন রুবেল, নূর এ আলম সিদ্দিকী, মীর আজিজ হাসান, মেহেদী হাসান সুমন, কবির হোসেন, জাহিদুল ইসলাম, তুহিন হোসেন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত, মফিজুর রহমান, ফারুক হোসেন, আলতাফ হোসেন, সাইদুর ইসলাম, মুন্নাফ হোসেন, সোহেল রানা, তানিম আরাফাত, মোরশেদ আলম, আক্তারুজ্জামান, সরদার মোস্তফা কামাল হিরো, শিমুল হাসান, এনামূল হক প্রমুখ।
দোয়া অনুষ্ঠান
কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজেনে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও তঁার সহধর্মীনির সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠান বুধবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মিঠু, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুক্তার আলী, যুগ্ম-আহ্বায়কআসাদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলী আহসান মিন্টু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ আসাদুজ্জামান।
ফুটবল বিতরণ
কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী এলাকায় খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে ভেরচী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করেন কেশবপুর নিধি স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় সমাজসেবক সাদেকুল ইসলাম সাদেক, এস এম শফিকুল ইসলাম, জি এম শফি-সহ ভেরচী এলাকার ফুটবল খেলোয়ার বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]