যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার পরিচালনায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, এ্যাড. রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক নূরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সালাউদ্দীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রলীগনেতা রায়হান কবির, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ খলিলুর রহমান।
সভায় উপজেলা ছাত্রলীগনেতা সারাফাত হোসেন সোহান হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী করা হয় এবং একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]