যশোরের কেশবপুরে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণার বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেলে।
উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের আন্দোলনের মুখে অবশেষে বন্ধ হলো উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফশীল।
বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম এর স্বাক্ষরিত পত্রে নির্বাচনী তফশীল স্থগিতাদেশ করা হয়। আদেশে বলা হয়। গত ২১/১২/২০২৪ ইং তারিখ বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখা কর্তৃক কেশবপুর উপজেলা শাখার নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছিল। তফশীল ঘোষনা করার পর উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি বিবেচনা করে ২১/১২/২০২৪ তারিখে ঘোষিত নির্বাচনী তফশীল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হল।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ২০২৪ কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করেন যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ.কে এম নাজমুল ইসলাম। তফসিলে ১১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্বাচনের দিন ধার্য করা হয়। মোট ১৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬৩ জন ভোটার রয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]