যশোরের কেশবপুর কপোতাক্ষ মহিলা সংস্থার উদ্যোগে রোববার সকালে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক সুফিয়া পারভিন শিখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও সমাধান সংস্থার প্রোগ্রাম অফিসার মো. মুনছুর আলী।
বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসেন, মেহেদী হাসান তামিম, উপজেলা ম্যানেজার শাহিদা খাতুন, আফরোজা পারভীন, গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ৫০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোঃ আব্দুল্লাহ আল-মামুন। কার্যক্রমের আওতায় রোগীদের মাঝে বিনা মূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সরবরাহ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]