যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রাম রোধে লকডাউন চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন।
বুধবার দুপুরে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের আনিছুর রহমান তার স্কুল পড়ুয়া কন্যা (১৫) এর বাল্যবিবাহের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা মাদারডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের বাড়িতে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় তিনি মেয়েকে বাল্যবিবাহ দেবেন না এই শর্তে মেয়ের পিতার নিকট থেকে মুচেলকা গ্রহণ করেন এবং লোক সমাগমের মাধ্যমে বাল্যবিবাহের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের পরিবারের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভিজিএফ কার্ডের চাউল বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ক্ষুদামুক্ত দেশগড়ার লক্ষে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে ২শত ৪৩ ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ চত্তরে ২শত ৪৩ ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব।
বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সচিব মোখলেছুর রহমান, প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খান, ইউপি সদস্য এস এম আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য মোজাহারুল ইসলাম, ইউপি সদস্য আফজাল হোসেন প্রমুখ।
ভ্রাম্যমান আদালতে ৬ জনকে জরিমানা
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রাম রোধে লকডাউন চলাকালে সরকারী বিধি নিষেধ না মানায় বুধবার ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জনকে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, করোনা ভাইরাস সংক্রাম রোধে বিধি নিষেধ না মানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে কেশবপুর বাজার, পাঁজিয়া বাজার, কলাগাছি বাজার ও কাটাখালি বাজারে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ জনের নিকট থেকে ১০ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]