এডাপ্ট এ ভিলেজ প্রজেক্ট (বিবিসিএফ) কেশবপুর শাখার প্রজেক্ট ম্যানেজার সমাজকর্মী নয়ন দাসের বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সংবর্ধনা উদযাপন কমিটির উদ্যোগে সোমবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব উৎপল দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান। বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি
উদয় শংকর সিংহ, কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস, সাংবাদিক তন্ময় মিত্র বাপী, শিক্ষক মতিয়ার রহমান, জেমস অমল বৈদ্য ও সংবর্ধিত নয়ন দাস।
সংবর্ধনা কমিটির পক্ষ থেকে সংবর্ধিত নয়ন দাসকে অতিথিবৃন্দরা সম্মাননা ক্রেস্ট, বই ও
ফুলেল শুভেচ্ছা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]