যশোরের কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ গতকাল ২৭ জুলাই সমাপ্ত হয়েছে।
এ উপলক্ষে ৭দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল ১ম দিন উপজেলায় ব্যানার, ফেস্টুন ও মাইকিং-এর মাধ্যমে প্রচারণা, ২য় তিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতির বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শনী, ৩য় দিন মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ৪র্থ দিন মৎস্য চাষীদের মৎস্যচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ৫ম দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতির বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শনী, ৬ষ্ঠ দিন চাষী ও সুফলভোগিদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ এবং ৭ম দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় ও সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজিব সাহা এবং সহযোহিতা করেন সহকারী উপজেলা মৎস্য অফিসার এস এম আলমগীর কবীর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]