যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ফকির (৯০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ফকিরকে বুধবার সকালে ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন গার্ড অফ অনার প্রদান করেন।
গার্ড অফ অনার প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বীর মৃক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মৃক্তিযোদ্ধা সাহাবুদ্দীন সরদার, বীর মৃক্তিযোদ্ধা আব্দুর রহমান ঢালী, বীর মৃক্তিযোদ্ধা আবুল হাসান খান, বীর মৃক্তিযোদ্ধা আব্দুস সাত্তার দফাদার, বীর মৃক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, কেশবপুর থানা পুলিশের ৭নং বিট পুলিশিং এর দায়িত্বে থাকা এস, আই তাপস কুমার রায়সহ থানা পুলিশের সদস্যবৃন্দ।
গার্ড অফ অনার শেষে জানাযা পড়ান স্থানীয় মসজিদের ঈমাম।
এরপর তাঁকে কমলাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অফ অনার প্রদানকালে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, কমলাপুর ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন পাঁজিয়া ইউপি সাবেক চেয়ারম্যান, ইয়ার মাহমুদ, রাজনীতিবিদ নজরুল ইসলাম খান,পাঁজিয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাবর আলি গোলদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন, পাজিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা, বাফুফের রেফারী ও কেশবপুর রেফারী সমিতির ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]