সোহেল পারভেজ, কেশবপুর: দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ ও সর্বদলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দদের সাথে সেনাবাহিনী কর্মকর্তা ও কেশবপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগষ্ট) দুপুরে কেশবপুর থানা পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক আবুল হোসেন এর সঞ্চালনায় আইন শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষে দিকনির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদমান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) কাজি দাউদ হোসেন।
উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, জামায়াত ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ মোক্তার আলী, ছাত্র বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সম্রাট।
কেশবপুর ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ রায়, বনিক সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পংকজ কুমার দাস, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক অহেদুর রহমান অন্তু প্রমূখ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান পরিস্থিতিতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, জমি দখল, অস্ত্রের মহড়া ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করার জন্য বিশেষ আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুলিশ উপ-পরিদর্শক আবুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, প্রেসক্লাব কেশবপুর দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ীগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]