যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে অসহায় বোনের জমি দখলে নিতে তার ভাইসহ কয়েকজন ব্যক্তি বোনের জমির উপর ইটের গাথুনির ভিটা উচ্ছেদ, ছাপড়া ঘর ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অসহায় মাজিদা বেগমের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তার মা মাজিদা বেগমকে হেবার দলিলে কড়িয়াখালী মৌজার ৭ শতক জমি ভোগ দখল করে আসছে। যার মধ্যে সাড়ে ৩শতক জমিতে বিভিন্ন ফলজ গাছ ও সজ্বি চাষ করে। এবং বাকি জমিতে ইটের গাথুনি দিয়ে পাকা ঘর নির্মানের জন্য ভিত তৈরী করে। গত সোমবার সকালে তার মামা আক্তার বাসিয়া, আমজেদ বাসিয়া, মোক্তার বাসিয়া, মনিরুল বাসিয়া ও আজিজুর বাসিয়ার নেতৃত্বে জমিতে অনধিকার প্রবেশ করে ভিতের ইট, ছাপড়া ঘর ভাংচুর ও কলা, সুপারি গাছ কেটে দেয় এবং দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে তার মা মাজিদা বেগম ও শিল্পী আক্তারকে মারপিট করে আহত করে। আহতদের দ্রুত স্থানীয় ডাক্তারের নিকট নেয়া হয়। কেশবপুর থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করে।
কেশবপুর থানার কর্তব্যরত এসআই আশরাফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]