সোহেল পারভেজ, কেশবপুর: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন র্যালি ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে শান্তির পায়রা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
উদ্বোধনের পর জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শরীফ নেওয়াজ।
প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামাতে ইসলামী কেশবপুর পৌর আমির মো. জাকির হোসেন।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]