যশোরের কেশবপুর শহরে লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যবসায়ীকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন।
রবিবার দুপুরে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনে নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কেশবপুর শহরসহ উপজেলা বিভিন্ন হাট-বাজারের ৮ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানাকৃতরা হলেন, কেশবপুর শহরে পবিত্র কুমার ২শ, রবিউল ইসলাম ২শ, ভালুকঘর বাজার আমির আরিফ হোসেন ২শ, সাগরদাাড়ি বাজার সমীর সাধূ ২শ, ভান্ডারখোলা বাজার জিল্যুর রহমান ৫শ, তরিকুল ইসলাম ২শ, বরুন পাল ২শ ও আবুল কালাম আজাদ ১ হাজার টাকা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]