তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বুধবার যশোরে দিনব্যপী সফর সঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি মোল্যা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ।
তথ্যমন্ত্রীর একান্ত সচিব আরিফ নাজমুল হাসান ২৮ জুলাই স্বাক্ষরিত সফরসূচি থেকে এ বিষয়ে জানা গেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সকালে বেসরকারি একটি বিমানে মন্ত্রী যশোরে পৌছে বেলা ১১টায় সার্কিট হাউজের হল রুমে করোনাকালিন সরকারের আর্থিক সহায়তার চেক বিতরন করবেন। খুলনা বিভাগের ৯ জেলার সাংবাদিক নেতৃবৃন্দ এই চেক গ্রহন করবেন।
বিকেল ৩টার দিকে মন্ত্রী মহাকবি মাইকেল মধুসুদনের স্মৃতি বিজড়িত কেশবপুরে সাগরদাঁড়িতে যাবেন। সেখানে তিনি পরিদর্শন শেষে যশোরে সার্কিট হাউজে ফিরে রাতে তিনি আবার ঢাকায় ফিরে যাবেন।
সাংবাদিকদের এই চেক বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদার।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার আশরাফ হোসেনসহ বিএফইউজের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]