যশোরের কেশবপুরে ডেকোরেটর ব্যবসার সাথে জড়িত মাইক লাইট মালিক ও শ্রমিকদের নিয়ে বৃহস্পতিবার সকালে মাইক লাইট মালিক ও শ্রমিক কল্যান সমিতি গঠন করা হয়েছে।
যশোর জেলা মাইক লাইট মালিক ও শ্রমিক কল্যান সমিতির উদ্যেগে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত মাইক, লাইট মালিক ও শ্রমিক কল্যান সমিতি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেকোরেটর ব্যবসায়ী মশিয়ার রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা মাইক, লাইট মালিক ও শ্রমিক কল্যান সমিতির সভাপতি বাবু গোলক চন্দ্র দত্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা মাইক, লাইট মালিক ও শ্রমিক কল্যান সমিতির সহ-সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমূখ।
আলোচনা শেষে রবিঊল ইসলামকে সভাপতি ও জিএম হাসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটি অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল আজিজ, বাবু শ্যামল কুমার, সহ-সাধারন সম্পাদক সুলাইমান, জিল্লুর রহমান, সাংগাঠনিক সম্পাদক বাবু তপন কুমার, সহ-সাংগাঠনিক সম্পাদক তবিবুর রহমান, মুকুল হোসেন, কোষাধ্যক্ষ বাবু শংকর পাল, সহ কোষাধ্যক্ষ বাবু তারক দেবনাথ, সুশান্ত কুমার মল্লিক, আনন্দ মজুমদার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]