যশোরের কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা বিলের খালের পাড়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়নের চুয়াডাঙ্গা বিলের মধ্যে জনৈক শাহাদাত হোসেন এর ঘেরের পাশে চুয়াডাঙ্গা খালের পাড়ে থাকা একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি (৫৮) চিৎ অবস্থায় খেপলা জাল দুই পায়ের উপর পড়ে শুয়ে আছে এবং সে মৃত্যবরণ করেছে। মৃত ব্যক্তির দেহের পাশে মাছ রাখার ডালীতে মাছ দেখতে পায় এলাকাবাসী। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত অজ্ঞাত ব্যক্তির ছবি ও ভিডিও প্রচার করে অনেকেই। তাৎক্ষণিক ঘটনাটি ছড়িয়ে পড়ে।
আশেপাশের লোকজনকে জানালে একপর্যায়ে কন্দর্পপুর গ্রামের সাজ্জাদ গাজী ছেলে আবু ইছা গাজী (২৫) খবর পেয়ে ঘটনাস্থলে আসেলে অজ্ঞাতনামা পুরুষ তার মামা হয় বলে শনাক্ত করেন। তার শনাক্ত মতে কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত সামছের আলী গাজীর ছেলে মৃত মালেক গাজী (৫৮) পরিবার বলেন- মাছ ধরতে তার হার্ট এ্যাটাকে মৃত্যু হতে পারে।
পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে কেশবপুর থানার এসআই লিটন দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয়ভাবে ও মৃতের আত্মীয়স্বজনদের মাধ্যমে জানা যায়- ভিকটিম মালেক গাজী (৫৮) পেশায় মাছ ধরাসহ কৃষিকাজ করতেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে খেপলা জাল নিয়ে মাছ ধরার জন্য বাড়ী হতে বের হয়। সারাদিন খেপলা জাল ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে খেপলা জাল ফেলা অবস্থায় প্রাথমিক ধারণা মতে হার্ট এ্যাটাকে মারা যান।
লাশ শনাক্তকারী ভাগনে আবু ইছা গাজী বলেন, আমার মামা দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন। হার্ট এ্যাটাক করে আমার মামা মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। আমাদের কোন অভিযোগ না থাকায় পুলিশ দাফন করার অনুমতি দিয়েছেন।
কেশবপুর থানার এসআই লিটন দাস বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক ভাবে মৃতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরবর্তী পর্যায়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]