যশোরের কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে মানবদেহে নিরাপদ প্রানিজ আমিষ প্রাপ্তি নিশ্চিত করণে মাংস প্রক্রিয়াজাতকারীদের এক দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রকাশ চন্দ্র মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও পৌর মেয়র রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও ভ্যাটানারি ইন্সপেক্টর ডাঃ অলোকেশ কুমার সরকার।
কেশবপুরে ভাসমান বেডে সবজী ও মসলা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভাসমান বেডে সবজী ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প এর আওতায় মধ্যকুল রাজ বংশি পাড়ায় বৃহস্পতিবার বিকালে এক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন ও ইমরান বিন ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংবাদিক শামছুর রহমান, ইউপি সদস্য আব্দুর রহিম ও ইউপি সদস্য রেহেনা ফিরোজ। আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রশিদ ও নজরুল ইসলাম, হরিহর নদীতে ভাসমান বেডে সবজী ও মসলা চাষী ১৫/২০ জনের মধ্যে নীল রতন বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, পঞ্চানন বিশ্বাস, আদদাসী বিশ্বাস, পুর্নিমা বিশ্বাস, পারুল বিশ্বাস মিলন রায় প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]