যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামে পৈতৃক জমিজমার বিরোধের জের ধরে ৬ জনের নামে থানায় এজাহার দায়ের হয়েছে।
এব্যাপারে হযরত আলী বিশ্বাস বাদী হয়ে বুধবার বিকেলে কেশবপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে পৈতৃক জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার সকালে উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত সোবাহান বিশ্বাসের দুই ছেলে হযরত ও ওহাবের সাথে বাকবিতন্ডা শুরু হয়।
একপর্যায়ে ওহাব ও তার ছেলে বাবু, ওবাইদুলসহ ৬/৭ জন ব্যক্তি ধারালো দা ও লাঠি দিয়ে হযরত আলীর পরিবারের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। হামলায় হযরত (৪৫), স্ত্রী জোহরা বেগম (৩৯), ছেলে শাহিন (২১) ও ইকবাল (২৩) শুরুতর আহত হয়। আহতদের মধ্যে মুমুর্ষবস্থায় জোহরা বেগমকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় হযরত আলী বিশ্বাস বাদী হয়ে জাহাঙ্গীর হোসেন, বাবু বিশ্বাস, ওবাইদুল, জাহাঙ্গীর বিশ্বাস, রোমেচা বেগম ও সাবিনা খাতুনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন জানান, প্রতাপপুর গ্রামের হযরত আলীর একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]