যশোরের কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে ৩য় দিন বৃহস্পতিবার মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
শহরের মাছ বাজারে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজিব সাহা, সহকারী উপজেলা মৎস্য অফিসার এস এম আলমগীর কবীর, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, থানার এ এস আই সোহেল প্রমুখ।
এসময় মাছ বাজারের সকল ব্যাবসায়ীকে মাছ ওজনের জন্য ডিজিটাল পরিমাপ যন্ত্র ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।
ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় দু’চাচা আহত
যশোরের কেশবপুর পল্লীতে ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলার দুই চাচা আহত হয়েছে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী (১৯) কে কোমরপোল গ্রামের আতিয়ার রহমানের ছেলে আবু তাহের ও ফজলুর রহমানের ছেলে আবুল খায়ের দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব-সহ মাদ্রাসায় যাতায়াতের পথে উত্যক্ত করে আসছিল। নিরুপায় হয়ে ওই শিক্ষার্থী তার বাড়িতে ঘটনাটি জানায়। পরিবারের পক্ষ থেকে তার চাচা বখাটে আবু তাহের ও আবুল খায়েরকে উত্যক্ত করা থেকে বিরত থাকতে বলে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে বখাটে আবু তাহের ও আবুল খায়েরের নেতৃত্বে একদল ব্যক্তি শিক্ষার্থীর দুই চাচার উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। খবর পেয়ে এলাকাবাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]