যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে উপজেলা প্রশাসনের ডাকা সপ্তাহব্যাপী লকডাউনের ২য় দিন বৃহস্পতিবার কঠোরভাবে পালিত হয়েছে।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিরা লকডাউন কার্যকর করতে ব্যাপক ভূমিকা রাখছেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ও থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের নেতৃত্বে উপজেলা ব্যাপী টহল অব্যাহত রেখেছেন।
বিভিন্ন সড়কে বাঁশ টানিয়ে লগডাউন কার্যকর করা হচ্ছে।
এদিকে লকডাউনের ২ম দিনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সরকারী নির্দেশনা অমান্যকারি ১১ জনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করেছেন।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা সরকারী নির্দেশনা অমান্যকারি ৮ জনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]