যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউন না মেনে দোকানপাট খোলা রাখায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ৫ ব্যবসায়ীকে ৩ হাজার ৭শত টাকা জরিমানা করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রামন রোধে ঘোষিত লকডাউনের বিধিনিষেধ না মেনে নির্দিষ্ট সময়ের পর দোকানপাট খোলা রাখায় কেশবপুর শহরের বিশ্বনাথ পালকে ১ হাজার টাকা, তন্ময় চক্রবর্ত্তীকে ১ হাজার টাকা, আলতাপোল গ্রামের মিঠুন সাহাকে ১ হাজার টাকা, মধ্যকুলের গহর আলীকে ৫শত টাকা, ও ব্রহ্মকাটির আকাশ হোসেনকে ২শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
পৌর মেয়রের জনসেচতনামূলক কার্যক্রম
যশোরের কেশবপুর পৌর এলাকায় করোনা সংক্রামন রোধে পৌর মেয়র রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কামাল খান ও ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জিএম কবির হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মোল্যা প্রমুখ।
পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে করোনা সংক্রামন রোধে জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনাকালে পৌর মেয়র রফিকুল ইসলাম পৌর বাসিকে বাড়িতে অবস্থান করা, মাস্ক পরা সহ সরকারঘোষিত লকডাউন মেনে চলার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]