যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় শনিবার দুপুরে ৮ ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে ৭ ব্যাবসায়ীকে ৭ হাজার টাকা এবং নোংরা পরিবেশে হোটেল পরিচালনা করায় ১ ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।
ভোরের সাথীদের মাঝে পৌর মেয়রের গেঞ্জী প্রদান
কেশবপুর উপজেলা ভোরের সাথীদের মাঝে গেঞ্জী প্রদান করা হয়েছে।
উপজেলা ভোরের সাথীর প্রতিষ্ঠাতা এস আর সাঈদ এর সভাপতিত্বে ও টিম লিডার আব্দুল গফুরের সঞ্চালনায় শনিবার সকালে পৌরসভা চত্তরে প্রধান অতিথি হিসাবে উপজেলা ভোরের সাথীর সদস্যদের মাঝে ব্লু রং-এর গেঞ্জী প্রদান করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার তদন্ত ওসি শেখ ওহেদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের সাথীর সদস্য জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা বিনয় সরকার, অধ্যাপক নূরুল ইসলাম খোকন, মিজানুর রহমান, মুহাসিন, আবু জাফর, মোহাম্মদ ওয়াজেদ, রফিকুল ইসলাম, মফিজুর রহমান, দীনেশ প্রমুখ।
করোনা সংক্রামন রোধে পৌর মেয়রের জনসেচতনা কার্যক্রম
যশোরের কেশবপুর পৌর এলাকায় করোনা সংক্রামন রোধে পৌর মেয়র রফিকুল ইসলাম শনিবার দিনব্যাপী জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কামাল খান, ৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুল হালিম প্রমুখ।
পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে করোনা সংক্রামন রোধে জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনাকালে পৌর মেয়র রফিকুল ইসলাম পৌর বাসিকে বাড়িতে অবস্থান করা, মাস্ক পরা সহ সরকারঘোষিত লকডাউন মেনে চলার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]