যশোরের কেশবপুরের মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে এবং শারদা সংঘ ও বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদের সহযোগিতায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীপদ পালের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগনেতা সৈয়দ আকমল আলী, শফিকুল ইসলাম টুকু ও জাতীয় শ্রমিকলীগনেতা মুনছুর আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ কুমার সিংহ ও প্রভাষক কুন্তল বিশ্বাস।
কেশবপুরে দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোর জেলা পরিষদের আয়োজনে কেশবপুর উপজেলাধীন দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কেশবপুরস্থ জেলা পরিষদ ডাকবাংলোয় প্রধান অতিথি হিসাবে কেশবপুর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন। এসময় যশোর জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]