যশোরের কেশবপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই, পেন্সিল ও মাস্ক বিতরণ করা হয়।
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থবিধি মেনে শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গা হরিতলা মন্দিরে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্যবই বিতরণ করেন প্রতিষ্ঠানের সভাপতি অনিল কুমার দাস।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষক শংকর কুমার দাস ও পরিচালনা কমিটির সদস্য এবং শিশু শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের ৩০ জন শিশু শিক্ষার্থীদের ৫ম পর্যায়ের পাঠ্যবই,পেন্সিল ও মাস্ক বিতরণ করা হয়।
নতুন বই পেয়ে শিশু শিক্ষার্থী রিমি দাস, ইসিতা দাস,অতই দাস বলেন আমরা নতুন বই পেয়ে খুব খুশি। পড়ার সময় নতুন বইয়ের গন্ধে মন ভরে যাবে। আর পড়তে ও ভালো লাগবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]