যশোরের কেশবপুরে শুভসংঘের উদ্যোগে শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেশবপুর উপজেলা শুভসংঘের সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শুভসংঘের জৈষ্ঠ্য সহ-সভাপতি বাসুদেব সেন গুপ্ত, সাংগঠনিক স¤পাদক প্রভাত কুমার কুন্ডু, প্রচার সম্পাদক অজিত কুমার মুখার্জী, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, সাহিত্য বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন, সদস্য নূরুল ইসলাম খান, প্রভাষক নজরুল ইসলাম, শিক্ষক আবু দাউদ, প্রকৌশলী কামরুজ্জামান রাজু প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন রামচন্দ্রপুর খন্দকার রওনাকুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ কামরুজ্জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]