সোহেল পারভেজ, কেশবপুর: যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে,"শেকড়ের সন্ধানে" আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন সংস্থা যশোরের কেশবপুর শেকড়ের সন্ধানের আয়োজনে সুশীল সমাজ গঠনে করণীয় ও আত্মমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, শিক্ষাবৃত্তি বিতরণ, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা শহরের পিটিএফ এর সভাকক্ষে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
শেকড়ের সন্ধানের শিক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে ও শেকড়ের সন্ধানের নির্বাহী পরিচালক মিজানুর রহমান মায়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, শেকড়ের সন্ধানের সভাপতি ও পিটিএফ এর চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ার, শেকড়ের সন্ধানের মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এবং শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আব্দুল কাদের।
এসময় সংগঠনের পক্ষ থেকে পাঁজীয়া ডিগ্রী কলেজ ১ম বর্ষের ছাত্র নূর হোসেন বাঁধন ও কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মিম আক্তার মুক্তা ২ জন শিক্ষার্থীকে নিয়মিত উপবৃত্তি প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]