সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে উপজেলার বেলোকাটি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সোমবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে এলাকার এক লম্পট (৫৮) জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ ব্যাপারে মঙ্গলবার কেশবপুর থানায় একটি মামলা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই ছাত্রীর পিতা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে চলে যায় এবং তার মাও পার্শ্ববর্তী বাড়িতে কাজে যায়। সেই সুযোগে লম্পট (৫৮) ওই ছাত্রীকে ঘরের বারান্দা হতে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার মায়ের কাছে বিস্তারিত খুলে বলে। মঙ্গলবার সকালে ছাত্রীর পিতা বাদী হয়ে লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩।
কেশবপুর থানার ওসি আনোরায় হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা নেয়া হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]