সোহেল পারভেজ,কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড় থেকে ১০টি প্রায় অর্ধ লাখ টাকা মূল্যের রোড শিশু গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেন (২৭) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৫ টায় সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে থেকে চিংড়া ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। সে বিষ্ণুপুর গ্রামের মৃত আলাউদ্দিন সানার ছেলে।
এলাকাবাসী ও চিংড়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, সোমবার দিনগত গভীর রাতে সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্টুপুর অবদাহ বাধ থেকে সরকারি রোড শিশু গাছ কেঁটে নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড় থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা মূল্যের রোড শিশু গাছ কেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেনকে আটক করেছে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান।
পুলিশ চিংড়া গ্রামের আলাউদ্দিন সানার ছেলে ড্রাইভার ইব্রাহিম হোসেন সুমন (২৭) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, তার আলমসাধু (এক হাজার টাকা) ভাড়া করে বিষ্ণুপুর গ্রামের আব্দুর রউফ মোড়ল এর ছেলে ওয়াহিদ মোড়ল (২৬), হামিদ সরদার ওরফে (লাদেন) এর ছেলে নাইম হোসেন (২৫) সহ ৭/৮ জন মিলে ওয়াপদার গাছ গাড়িতে লোড করে দেয়। বোঝাইকৃত কাট নিয়ে হাসানপুর বাজার একটি স'মিলের উদ্দেশ্যে রওনা হলে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে পুলিশ আটক করে।
এ ব্যাপারে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: কামরুজ্জমান বলেন, সরকারি গাছ কেটে পালিয়ে যাওয়ার সময় সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে থেকে চোরাই কাঠ বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন এবং জড়িতদের গ্রেফতারের জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]