ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য সোহেল পারভেজের ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
জানা গেছে, কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের মৃত আব্দস সামাদ গোলদারের বড় ছেলে লুৎফর রহমান গোলদার (৬৫) বার্ধক্যজনিত কারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পরে গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)।
তিনি ১ স্ত্রী, ৪ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর নানাা উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের মৃত আছির উদ্দিন জোয়ারদ্দার।
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লোকসমাগম কম রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তাঁর জানাযার নামাজ মঙ্গলবার সকাল ১১ টায় বাড়ির পাশে একটি মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ পরিচালনা করেন তাঁর বড় বোনের ছোট ছেলে (ভাগনে) হাফেজ মোঃ সালমান হুসাইন।
জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্বজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে, তাঁর মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের শোক প্রকাশ করেছে।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীসহ সকালে শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]