যশোরের কেশবপুরে সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ২৪৫ জন শিক্ষার্থীদের মাঝে বই ও কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের চত্তরে সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জে.বি মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব খুলনা সিটির সাধারণ সম্পাদক ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসরিন ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান বাবু, খুলনা মহানগর ২৪ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মনজুর শামিম বাবু, বটিয়াঘাটা থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেহেনা আফরোজ শোভা ও খুলনার বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম মিল্টন ভুইয়া।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক মুখার্জী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]