যশোরের কেশবপুরে সড়কে বিশৃঙ্খলা-অনিয়ম, নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে কেশবপুর শহরের যশোর-চুকনগর সড়ক কেশবপুর প্রেসক্লাবের সামনে দাড়িয় উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক রবিউল আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক উৎপল দে, উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর শাখার সাধারণ সম্পাদক সাগর পারভেজ, সহ-সভাপতি সোহেল পারভেজ বাপি, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন করতে হবে। এছাড়াও সড়কে বিশৃঙ্খলা-অনিয়ম, নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবী জানান বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]