যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা বাজারের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন করার অপরাধে হোটেল মালিক আনিছুর রহমানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনারের সি-এ সন্তোস কুমার কর্মকার ও কেশবপুর থানার এস আই তাপসসহ পুলিশের একটি টিম।
অপরদিকে একই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যাক্তিকে সর্তক করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]