কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন পঞ্চম ধাঁপে আগামী ৫ ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় ১১ ইউনিয়নে নৌকার মাঝিদের নাম প্রকাশ করা হয়েছে। নৌকার মাঝিদের মধ্যে ৯ জন নতুন মুখ রয়েছে।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন পঞ্চম ধাঁপের আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা ৩ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে। এসময় কেশবপুর উপজেলার ১১ ইউনিয়নে নৌকার মাঝিদের নাম চুড়ান্ত করা হয়। চুড়ান্ত প্রার্থীদের নাম রাত ৯ টার দিকে প্রকাশ করা হয়।
১১ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ত্রিমোহিনী ইউনিয়নে যুবলীগনেতা ওহিদুজ্জামান মিন্টু, সাগরদাড়ি ইউনিয়নে আওয়ামী লীগনেতা অলিয়ার রহমান, মজিদপুর ইউনিয়নে আওয়ামী লীগনেতা মনোজ তরফদার, বিদ্যানন্দকাটি ইউনিয়নে আওয়ামী লীগনেতা সামছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী লীগনেতা আব্দুল কাদের, কেশবপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগনেতা গৌতম রায়, পাঁজিয়া ইউনিয়নে আওয়ামী লীগনেতা জসিম উদ্দীন, সুফলাকাটি ইউনিয়নে আওয়ামী লীগনেতা গোলাম কিবরিয়া মনি, গৌরিঘোনা ইউনিয়নে আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের নেত্রী সামছুন্নাহার লিলি ও হাসানপুর ইউনিয়নে যুবলীগনেতা তৌহিদুজ্জামান।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পঞ্চম দফায় কেশবপুরের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ২০ ডিসেম্বর। ভোট পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]