যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে মঙ্গোলবার সকালে ইউিনয়ন পরিষদ ও সেতু বাংলাদেশ এর উদ্যোগে ইউ এন ডি পি ও জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর অর্থায়নে ইউনিয়নের ১শ'৭৫ টি নিম্নবর্ণের পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়।
চাল ১২কেজি, আটা ৬কেজি, ডাল ৩কেজি, চিনি ১কেজি, লবণ ১কেজি, তেল ২লিটার, চিড়া ১কেজি, সুিজ ৫০০গ্রাম, সাবান ৬টি প্রদান করা হয়েছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মানোয়ার হোসেন।
ইউনিয়নের সচিব মোখলেছুর রহমান, প্রকল্প কর্মকর্তা এস এম কোরবান আলী, সমন্বয়কারী জুলফিক্কার আলী, মনিটরিং কর্মকর্তা আল আমীন ও ইউিনয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]