যশোরের কেশবপুরে করোনায় আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও করোনায় আক্রান্ত কেশবপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইটের সুস্থতা কামনা করে শুক্রবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেলের পরিচালনায় ক্লাব কার্যালয়ে দোয়া অনুষ্ঠানপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ওয়ার্ডের নির্বাহী পরিচালক আওয়ামী লীগ নেতা সৈয়দ আকমল আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যানের পুত্র উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সদস্য কাওছার হোসেন রুবেল, মেহেদী হাসান সুমন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জিএম হোচেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিব, আয়ুব হোসেন মিলন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মাও. নাসির উদ্দীন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]