কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও দেশসেরা হওয়ায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার হাসাপাতাল কতর্ৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার”-২০২০ এ ২টি ক্যাটাগরিতে প্রথম ও তৃতীয় হওয়ার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার”-২০২০ ক্যাটাগরিতে কমিউনিটি হেলথ সার্ভিসেস ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম হয়েছে। দেশের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কাজের মূল্যায়ন করে এ পুরস্কার দেওয়া হয়েছে।
অপরদিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে স্বাস্থ্যসেবাদানের ক্ষেত্রে দেশের তৃতীয় স্থান লাভ করেছে। এখানেও সারা দেশের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কাজের মূল্যায়ন করে এ পুরস্কার দেওয়া হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টানা চতুর্থবারের মতো পুরস্কার পেয়েছে। ইতিপূর্বে এ ক্যাটাগরিতে দুইবার দ্বিতীয় ও দুইবার তৃতীয় স্থান লাভ করেছিল।
রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার”-২০২০ প্রদান অনুষ্ঠানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেনের হাতে উল্লেখিত দুটি পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন জানান, এ পুরস্কার অর্জনে কাজ করেছে সম্মিালত প্রচেষ্টা। কমিউনিটি হেলথ সার্ভিসেস ক্ষেত্রে কমিউনিটি হেলথ সার্ভিসেস প্রোভাইডার এবং সুপারভাইজারদের ভূমিকা রয়েছে। আবার হাসপাতালে স্বাস্থ্যসেবাদানের ক্ষেত্রে হাসপাতালের বিভিন্ন সেকশনের কাজের মূল্যায়ন করা হয়েছে।
ডাঃ আলমগীর হোসেন আরো জানান, হাসপাতালে স্বাস্থ্যসেবাদানের ক্ষেত্রে দেশের তৃতীয় স্থান লাভ করেছে। সেক্ষেত্রে আরো ভালো সেবা প্রদান করে দেশের সেরা হওয়া এবং কমিউনিটি হেলথ সার্ভিসেস ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থান ধরে রাখতে সেবা আরো বৃদ্ধি করা হবে। সবদিকদিয়ে বলা যায় পুরস্কার দুটি কেশবপুর উপজেলা বাসীর জন্য গৌরব বয়ে এনেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]