যশোরের কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসচিব মোশারফ হোসেনের পরিচালনায় সর্বসম্মতিক্রমে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টুকে ১ নং প্যানেল মেয়র, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আতিয়ার রহমানকে ২ নং প্যানেল মেয়র এবং সংরক্ষিত ১ নং ওয়ার্ডের কাউন্সিলর খাদিজা খাতুনকে ৩ নং প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, কবির হোসেন, আফজাল হোসেন বাবু, মনোয়ার হোসেন মিন্টু, কামাল খান, আব্দুল হালিম, খাদিজা খাতুন, আছিয়া হালিম, আসমা খলিল প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]