যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ অব্যাহত রেখেছেন।
শনিবার সকালে তিনি পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি ৮ নং ওয়ার্ড এলাকায় কয়েকটি স্থানে ভোটারদের সাথে কথা বলেন। পৌরসভার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরে তিনি বাকী উন্নয়ন কর্মকান্ডকে পর্যায় ক্রমে সম্পন্ন করে কেশবপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা করার জন্য আগামী পৌরসভা নির্বাচনে ভোটারদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য রফিকুল ইসলাম পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পৌরসভার ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি পৌরবাসীর সেবা করার পাশাপাশি প্রতিদিন ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]