যশোরের কেশবপুর প্রেসক্লাবে শনিবার বিকেলে সাংবাদিকদের সাথে নবাগত ওসি ও বিদায়ী ওসির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ- জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কেশবপুর থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) বোরহান উদ্দিন, বিদায়ী অফিসার ইনর্চাজ (ওসি) জসীম উদ্দীন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান ও সদস্য দীলিপ মোদক প্রমূখ।
অনুষ্ঠানে প্রসক্লাবের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সুরুতেই নবাগত বোরহান উদ্দীন (ওসি) কে কেশবপুরের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। নবাগত ওসি বোরহান উদ্দীনের গ্রামের বাড়ি টাঙ্গাইল শহরে। ওসি বোরহান উদ্দিন ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে ইতোপূর্বে যশোরের নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পরিদর্শক, চট্টগ্রামের পটিয়া থানার ওসি, গাইবান্ধার সাদুল্লাপুর থানার ওসি ছাড়াও গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি শুক্রবার কেশবপুর থানায় যোগদান করেন।
তারপর বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনকে কেশবপুর থানায় কর্মরত অবস্থায় সুনামের সাথে দায়িত্ব পালন করায় কেশবপুরের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। সদ্য বদলি হওয়া অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনকে ঢাকা ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। তিনি ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারী কেশবপুর থানায় যোগদান করেন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলায়। প্রায় ১৪ মাস এই থানার সুনামের সাথে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]