যশোরের কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে আন্ত:ক্যারাম বোর্ড টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহিন।
আলোচনা সভা শেষে কেশবপুর প্রেসক্লাবে ৮ দলীয় আন্ত: কেরাম বোর্ড টুর্নামেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ফুয়াদ-সুশান্ত জুটি ও রানার্স আপ বাপী-সিদ্দিক জুটির হাতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ট্রফি তুলে দেন।
এর আগে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]