যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বর ও মহিলা মেম্বররা শপথ গ্রহণ করেছেন।
বুধবার সকালে যশোর জেলা প্রশাসক কমিজুল ইসলাম খান তঁার দপ্তরে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীনকে শপথ বাক্য করান। অপরদিকে বুধবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন উপজেলা পরিষদ সভাকক্ষে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১ নং ওয়ার্ডের মহিলা সদস্য রাশিদা বেগম, সংরক্ষিত ২ নং ওয়ার্ডের মহিলা সদস্য শাহানাজ পারভীন ও সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য নাজমা বেগম এবং ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য কামাল হোসেন, ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য সিরাজুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আব্দুর রাজ্জাক, ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আব্দুর রহিম, ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য লিটন হোসেন, ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য টিপু, ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য কামরুজ্জামান কামাল, ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য স্বরজিত দাস ও ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য শহিদ কামাল মিঠুকে শপথ বাক্য করান।
উল্লেখ্য গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে জোর করে নৌকার পক্ষে ব্যালটে সিল মারার অভিযোগে কেশবপুর সদর ইউনিয়নের ২নং নতুন মূলগ্রাম কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে ৭ ফেব্রুয়ারী স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় শপথ গ্রহণ বিলম্বিত হল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]