ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ‘কোভিড-১৯ চ্যালেঞ্জ সত্ত্বেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে গতি পেয়েছে। আমরা দুই দেশের কানেকটিভিটি প্রি-কোভিড অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবো পুনরায়। ’ আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. এস জয়শঙ্কর বলেন, ‘কোভিড-১৯ চ্যালেঞ্জ সত্ত্বেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে অনেক গতি পেয়েছে। গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। ’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত বছরও আমি ঢাকা সফর করেছি। এবারও ঢাকা সফর আমার জন্য আনন্দের।
এবার সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় ছাড়াও আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে। ’
ড. এস জয়শঙ্কর বলেন, ‘দুই দেশের কানেকটিভিটি আমরা প্রি-কোভিড অবস্থায় পুনরায় ফিরিয়ে নিয়ে যাবো।
ঈদের পর বাস ও রেল যোগাযোগ শুরু হবে। ’ ড. এস জয়শঙ্কর বলেন, ‘গত দুই বছর যেসব প্রকল্প ধীরগতিতে ছিল, সেসব প্রকল্প দ্রুত চালু করার বিষয়ে ড. মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে তাকে সপ্তম জেসিসি বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। ’
তিনি বলেন, ‘আমরা বিবিআইএনের আওতায় উপ-আঞ্চলিক কানেকটিভিটি জোরদার করতে চাই। এলক্ষ্যে আমরা হাইড্রো পাওয়ার প্রকল্প উন্নয়নে কাজ করতে চাই।
’ এক প্রশ্নের ড. এস জয়শঙ্কর বলেন, ‘কম্প্রহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-সেপা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে। ’
বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে কুর্মিটোলার বঙ্গবন্ধু এয়ার বেইজে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
ঢাকা সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীক বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় এসেছেন ড. এস জয়শঙ্কর।
বৈঠকের পর ড. মোমেন জানান, বাংলাদেশ ও ভারত একযোগে যেভাবে আমরা কাজ করেছি, সেটা অনন্য। আমরা দুই দেশ বড় বড় সমস্যা সমাধান করেছি। ছোটখাটো সমস্যাও আমরা সমাধানের অঙ্গীকার করেছি।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশ্য রওয়ানা দেবেন তিনি। এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। সেসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। আনুষ্ঠানিকভাবে সফরের আমন্ত্রণ জানাতেই ঢাকায় এসেছেন ড. এস জয়শঙ্কর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]