কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রহিমা খাতুন (৩৫) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তিনি দুই সন্তানের জননী। গত তিন মাস আগে তিনি সাতক্ষীরা ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেখান থেকে ক্যান্সারে আক্রান্ত স্থানটি অস্ত্রোপাচার করেন। অস্ত্রোপাচারের পরে তিনি দুই মাস সুস্থ থাকলেও আবারো অসুস্থ হয়ে পড়েছেন। এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন।
এ ব্যাপারে রহিমা খাতুনের স্বামী শহিদুল ইসলাম জানান, গত পাঁচ-ছয় মাস যাবত আমার স্ত্রী দূরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি একজন অসহায় দিনমজুর। আমার পক্ষে সংসার চালিয়ে নিজ স্ত্রীর চিকিৎসা খরচ বহন করা অতীব কঠিন। আমার সহায় সম্পত্তি যা ছিল সব কিছু বেঁচে আমি তার চিকিৎসা করেছি। এখন সবকিছু আমার নাগালের বাইরে চলে গেছে। ইচ্ছে থাকলেও আমি তার চিকিৎসা করতে পারছি না। কারন আমি এখন অনেক অসহায় হয়ে পড়েছি। এমন অবস্থায় আমার স্ত্রীর বেঁচে থাকার তাগিদে চিকিৎসা খরচ চালানোর জন্য সরকারি ও বেসরকারি আর্থিক সহযোগিতা একান্ত জরুরী। সমাজের জনমানুষ যদি একটু এগিয়ে আসে তাহলে হয়তো আমার স্ত্রী রহিমা খাতুন বেঁচে যেতে পারে।
তিনি আরো জানান, যদি কোন ব্যক্তি এই ক্যান্সার রোগীকে সাহায্য করতে চান তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন।
ডাচ বাংলা: ০১৯২২৬২৮৭৪৭, যোগাযোগের নাম্বার: ০১৯৯৪২০৫৯২২।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]