২০০ গ্রাম ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল আইসসহ চট্টগ্রামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দানাইশ কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আতাউল করিম (৩৪)। তিনি কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গোপন সূত্রে পাওয়া খবরে চন্দানাইশ এলাকায় অভিযান চালিয়ে মিথাইল এমফিটামিনযুক্ত মাদকদ্রব্য ক্রিস্টাল আইসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চন্দানাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]